পিস ক্যাফের উদ্যোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাস অডিটরিয়ামে কবিতা পাঠ এবং পিস ক্যাফের ভূমিকা এবং ডিজিটাল যাত্রায় নারীদের অংশগ্রহণ সহ নানা কর্মকান্ডে তাদের সফলতা তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
পিস ক্যাফে হলো এমন একটি সৃজনশীল উদ্যোগ যা নারী-নেতৃত্বাধীন বিভিন্ন নাগরিক উদ্যোগ এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত ও পরামর্শ দিয়ে সমাজে শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রচার করে। এর উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে এমন দক্ষতা তৈরি করা যাতে তারা সমাজে শান্তি প্রচারে উৎসাহী হয় এবং শান্তির দূত হয়ে উঠে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ড্যাউল্যান্ড। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে “লিঙ্গ-ভিত্তিক প্রান্তিকতা হ্রাস” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইমা সরকার সেতুর সঞ্চালনায় আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উন্নয়নকর্মী এবং অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটসের এর ব্যবস্থাপনা অংশীদার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। এসময় আলোচকবৃন্দ এবং শিক্ষার্থীদের মধ্যে একটি প্রাণবন্ত আলোচনায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, অতীতের অর্জন, তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ এবং বিদ্যমান চ্যালেঞ্জ, ভবিষ্যতে লিঙ্গ-ভিত্তিক প্রান্তিকতা হ্রাস করার নানা বিষয় উঠে আসে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এইচআর ডিরেক্টর রিফাত সুলতানা, উইম্যান পিস অ্যান্ড সিকিউরিটি, ইউএন উইম্যান এর প্রোগ্রাম এনালিস্ট তানিয়া শারমিন, পিস ক্যাফের সহ-উপদেষ্টা মোঃ ওয়াহিদুল ইসলাম, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের (সিপিজে) ক্যাপাসিটি বিল্ডিং লিড, আন্তারা তাসমিন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা প্রমুখ।
এরপর পিস ক্যাফের পক্ষে সম্মানিত অতিথিবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিলুফা সুলতানা।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে প্রদান করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান। তিনি পিস ক্যাফের সদস্যদের এই আয়োজনের জন্য ধন্যবাদ শুভকামনা জানান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লাইফ এবং সেন্টার ফর পিস এন্ড জাস্টিস।